শিং মাছ (Shing Fish) পরিচিতি: বৈশিষ্ট্য, উপকারিতা ও পুষ্টিগুণ

শিং মাছ (Shing mach, Shing Fish, ‍Stinging catfish) নামে পরিচিত।

শিং মাছের বৈজ্ঞানিক নাম: হেটোরোপনিটেটেস ফসিলিস (Heteropneustes fossilis)

শিং মাছের ইংরেজি নাম (Shing fish in English): Asian stinging catfish or fossil cat

শিং মাছের বৈশিষ্ট্য: শিং মাছের দেহ লম্বা, সামনের দিক নলাকার, পেছনের দিক দু’পাশে চাপা, আঁশবিহীন, মাথার উপর-নিচে চ্যাপ্টা। ছোট ও পাতলা চামড়া দিয়ে গা ঢাকা। মাথার সামনের দিকে মুখ ঘিওে ৮ টি লম্বা শুঁড় এবং মাথার দু’পাশে বিষাক্ত দুটি কাঁটা আছে। শিং মাছের গায়ের রং প্রায় কালো তবে ছোট অবস্থায় লাল থাকে।

শিং মাছের ছবি

শিং মাছের প্রাপ্তিস্থান : পাকিস্তান, নেপাল, শ্রীলংকা মায়ানমার, ভারত, ও বাংলাদেশে পাওয়া যায়

শিং মাছের বাসস্থান : খাল, বিল,ডোবা, নালা, পুকুর, ধানক্ষেত ইত্যাদি শিং মাছের বাসস্থান

শিং মাছের উপকারিতা পুষ্টিগুণ: প্রতি ১০০ গ্রামে প্রোটিন ২৩.০ গ্রা, ফ্যাট ০.৬ গ্রা, ক্যালসিয়াম ৬৭০ মি.গ্রা, এবং ফসফরাস ৬৫০ মি.গ্রা থাকে। রোগী ও রক্তস্বল্পতায় পীড়িত মানুষের পথ্য হিসেবে এ মাছ খাওয়া হয়।

শিং মাছের খাবার, শিং মাছ কি খায়? : শিং মাছ আমিষ জাতীয় খাদ্য খায়। ছোট অবস্থায় এরা ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন খায়। তবে বড় হলে পোকামাকড় খেয়ে থাকে।

এ মাছ পুকুরের তলার সমস্ত কীট, পোকা ও জৈব পদার্থ খায়। এ মাছ পচা কাদামাটিও খেয়ে থাকে।

প্রজনন : প্রথম বছরেই এ মাছ লম্বায় ১২ সে.মি. ও যৌবনপ্রাপ্ত হয়। সাধারণত এপ্রিল হতে জুলাই মাসই এদের প্রজননের উপযুক্ত সময়। তবে বর্ষার সময় প্রজনন বেশি হয়

বিভিন্ন শ্রেণীর জনগনের কাছে চাহিদা : খেতে সুস্বাদু এবং স্বাস্থের জন্য ভালো বলে এ মাছ সকলের কাছে খুব প্রিয়।

শিং মাছের দাম ২০২২ : শিং মাছ ১২-১৩ ইঞ্চি লম্বা হয়। তাই ১২-১৩ ইঞ্চি লম্বা হলে জাল দিয়ে ধরে জীবন্ত অবস্থায় বিক্রি করা উচিত। কারণ মরা শিং –এর বাজারদও একদম কম। বর্তমানে এক কেজি শিং মাছের দাম ৪০০ থেকে ৮০০ টাকা।

আমি কৃষিবিদ তানজিম আহমেদ, কৃষি বিষয়ক ব্লগার।

You cannot copy content of this page