কাচকি মাছ (Kachki Fish) পরিচিতি ও উপকারিতা


সাধারণ নাম : কাচকি, Kachki Mach, Kachki Fish

কাচকি মাছ english: Corica

কাচকি মাছের বৈজ্ঞানিক নাম : করিকা সূবর্ণা (Corica soborna)

  • Kingdom: Animalia
  • Phylum: Chordata
  • Class: Actinopterygii
  • Order: Clupeiformes
  • Family: Clupeidae
  • Genus: Corica
  • Species: Corica soborna

দেহের বিবরণ : কাচকি মাছের আকৃতি ছোট। নিচের চোয়াল উপরের চোয়ালের চেয়ে সামান্য লম্বা।

কাচকি মাছের ছবি

প্রাপ্তিস্থান : বাংলাদেশের খালবিল, হাওড়বাওড়, নদীনালা, ডোবা ইত্যাদিতে পাওয়া যায়

বাসস্থান : পানির উপরিস্তরে বাস করে।

রোগবালাই : কীটনাশক ওষুধ ও রাসায়নিক সার অতিমাত্রায় ব্যবহারের ফলে দেহে ক্ষতরোগের সৃষ্টি হয়।

কাচকি মাছের উপকারিতা, পুষ্টিমান : এ মাছে প্রচুর আমিষ, ক্যালসিয়াম ও ফসফরাস আছে।

খাদ্য : ছোট শ্যাওলা খায়।

প্রজনন : এ মাছ লম্বায় সর্বোচ্চ ৩৫ মি.মি হয়। এ মাছ প্রায় ৬ মাস বয়সে প্রজননক্ষম হয় এবং বর্ষাকালে ডিমের মাধ্যমে বংশবিস্তার করে।

বিভিন্ন শ্রেনীর জনগনের কাছে চাহিদা : বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের কাছে এ মাছ খুবই প্রিয়।

মাছ ধরা ও বাজারজাতকরণ : প্রায় ৬ মাস বয়সে এ মাছ জাল দিয়ে ধরে বাজারে বিক্রি করা যায়। বাজারে এক কেজি কাচকি মাছের দাম ৩০০/৪০০ টাকা।

কাচকি মাছের রেসিপি

  • কাচকি মাছের বড়া
  • কাচকি মাছের চচ্চড়ি

আমি কৃষিবিদ তানজিম আহমেদ, কৃষি বিষয়ক ব্লগার।

You cannot copy content of this page