আফ্রিকান মাগুর মাছ (African Magur) পরিচিতি: প্রাপ্তিস্থান, বৈশিষ্ট্য ও খাদ্যাবাস

সাধারণ নাম: আফ্রিকান মাগুর বা রাক্ষুসে মাগুর (African Magur, Clarias gariepinus)

আফ্রিকান মাগুর মাছের বৈজ্ঞানিক নাম: ক্লারিয়াস গারিয়ে পিনাস (Clarias gariepinus)

  • Kingdom: Animalia
  • Phylum: Chordata
  • Class: Actinopterygii
  • Order: Siluriformes
  • Family: Clariidae
  • Genus: Clarias
  • Species: C. gariepinus

আফ্রিকান মাগুর মাছের ইংরেজি নাম: Walking Catfish

আফ্রিকান মাগুর মাছের বৈশিষ্ট্য: আফ্রিকান মাগুর মাছের মাথা চ্যাপ্টা, মুখ চওড়া, মাথার সম্মুখে গোঁফ আছে। এ মাছের দেহ আঁশবিহীন, লম্বা এবং বেশ মোটা হয়ে থাকে। দেহের সামনের দিক প্রায় গোল, কিন্তু পেছনের দু’পাশ চ্যাপ্টা।

আফ্রিকান মাগুর মাছের ছবি

আফ্রিকান মাগুর মাছের প্রাপ্তিস্থান: আদি নিবাসস্থল আফ্রিকায়। বাংলাদেশে থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে।

আফ্রিকান মাগুর মাছের বাসস্থান: পুকুর, মিনি পুকুর, বাড়ির আশপাশের গর্ত ও ছাদের উপরের চৌবাচ্চায় চাষ করা যায়।তবে ছোট আকারের পুকুরে এর চাষ সহজ। এরা সাধারণত জলাশয়ে পানির নিচের স্তরে থাকে।

মাছের পুষ্টিগুণ ও উপকারিতা: প্রতি ১০০ গ্রাম মাগুরে ৩২.০ গ্রাম প্রোটিন, ১.০ গ্রাম ফ্যাট, ১৭২ মি. গ্রা. ক্যালসিয়াম ,৩০০ মি.গ্রা. ফসফরাস থাকে।

আফ্রিকান মাগুর মাছের খাদ্য: এ মাছ সব কিছু খায় বলে এর অপর নাম রাক্ষুসে মাছ। গবাদি পশুর রক্ত ৪০%, গমের ভ’ষি ২০%, কুঁড়া ২০% ও সরিষার খৈল ২০% দিয়ে তৈরি সম্পূরক খাবার দিলে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। রাক্ষুসে স্বভাবের এ মাছ মানুষ এবং গবাদি পশুর মাংস পর্যন্ত খেয়ে ফেলে। মৃত জীব জন্তুও নাড়িভূঁড়ি এর প্রিয় খাদ্য।

প্রজনন: এ মাছ প্রথম বছরেই প্রজনন উপযোগী হয়।

বিভিন্ন শ্রেণীর জনগনের কাছে চাহিদা: এ মাছের চাহিদা ধীর গতিতে বাড়ছে, যদিও অনেকেই এ মাছ খাননা। গ্রামীণ জনসাধারণের কাছে এ মাছ রাক্ষুসে মাছ হিসেবে পরিচিত। এ মাছ সম্পর্কে নানা রকমের কু-সংস্কার আছে।

আফ্রিকান মাগুর মাছের দাম (African magur mach price in bangladesh): শক্ত প্রকৃতির এ মাছ দ্রæত বর্ধনশীল।ছোট জায়গায় কিছুটা বিরূপ পরিবেশের পানিতে ও সারা বছর এর চাষ করা যায়। জাল দিয়ে এবং পানি সেচের মাধ্যমে এ মাছ ৩ মাসের মধ্যে আহরণ করে বাজারে বিক্রি ও বিদেশে রফতানি কওে প্রচুর অর্থ উপার্জন করা যায়। বর্তমানে প্রতি কেজি মাগুরের দাম ৪০০ থেকে ৮০০ টাকা।

আফ্রিকান মাগুর মাছ নিষিদ্ধ কেন?

আমি কৃষিবিদ তানজিম আহমেদ, কৃষি বিষয়ক ব্লগার।

You cannot copy content of this page